Saturday, 26 November 2011

বান্দরবান জেলার দর্শনীয় স্থান - বগালেক

বগালেক 
বগালেক
রুমা উপজেলায় অবস্থিত সবচাইতে আকর্ষণীয় পর্যটন স্পটটি হচ্ছে বগালেক। রুমা নদী পার হয়ে ১৫ কিঃমিঃ পায়ে হেটে কিংবা নৌকায় করে অথবা শুকনো মৌসুমে চাঁদের গাড়ীতে করে বগালেক যাওয়া যায়। সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় ৩,৫০০ ফুট উপরে অবস্থিত এ লেকটি যে কোন পর্যটকের দৃষ্টি আকর্ষন করবেই। পাহাড়ের উপর সান বাঁধানো বেষ্টনিতে প্রায় ১৫ একর জায়গা জুড়ে এর অবস্থান। এ লেকের পানি সাধারণত গাঢ় নীল রঙের। এখানে পার্বত্য উন্নয়ন বোর্ডের একটি অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণাধীন রয়েছে।
 

No comments:

Post a Comment