Saturday, 26 November 2011

বান্দরবান জেলার দর্শনীয় স্থান সমুহ - নীলগিরি /

নীলগিরি 
নীলগিরি
সমুদ্র পিষ্ঠ হতে ২২০০ ফুট উচ্চতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এ নীলগিরি পর্যটন কেন্দ্রটি পাহাড় এবং আকাশের মিতালীর এক অপূর্ব নিদর্শন। দিনের বেলায় এখান থেকে খালি চোখে বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের দৃশ্য উপভোগ করা যায়।
অবস্থান    ঃচিম্বুক পাহাড়ের সন্নিকটে।
দূরত্ব       ঃ জেলা সদর হতে ৫২ কিঃ মিঃ।
যাতায়াত  ঃ চান্দের গাড়ি, কার, জীপ।





প্রান্তিক লেক পর্যটন স্পট 

প্রাকৃতিকভাবে সৃষ্ট প্রান্তিক লেক যে কোন পর্যটকের মন আকর্ষণ করবে। চলচিত্র নির্মাতাদের কাছে প্রান্তিক লেকের ভিউটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে।

অবস্থানঃ বান্দরবান-কেরাণী হাট সড়কের নিকটবর্তী এলাকায়।

আয়তনঃ ২৯ একর।

দূরত্বঃ জেলা সদর হতে ১৪ কিঃ মিঃ।

বিশেষ সুবিধাঃ পেডেল বোটে লেক ভ্রমণ,
গোলঘর

No comments:

Post a Comment