1
.মেঘলা পর্যটন স্পট
|
ঝুলন্ত ব্রীজ |
|
ঝুলন্ত ব্রীজ |
বৈচিত্র্যপিয়াসী মানুষের আত্মিক ক্ষুধা-তৃষ্ণা নিবারণের অপূর্ব স্থান মেঘলা । শহরের প্রবেশদ্বার বান্দরবান-কেরানীহাট সড়কের পার্শ্বেই অবস্থিত এই রিসোর্টে রয়েছে পাহাড়বেষ্টিত স্বচ্ছ জলের মনোরম আঁকাবাকা লেক। লেকের উপরে রয়েছে আকর্ষণীয় দুটি ঝুলন্ত ব্রিজ। বান্দরবান শহর থেকে ০৫ (পাঁচ) কিলোমিটার দূরে এটি অবস্থিত। চিত্তবিনোদনের অন্যান্য নানা উপকরণের মধ্যে রয়েছে শিশুপার্ক , সাফারি পার্ক, চিড়িয়াখানা, প্যাডেল বোট, ক্যাবল কার, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, এবং সাময়িক অবস্থানের জন্য একটি রেষ্ট হাউজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। প্রবেশ ফি মাত্র ২০/- টাকা
|
ক্যাবল কার |
মেঘলা পর্যটন কেন্দ্রে রয়েছে একটি মনোরম কৃত্রিম লেক, শিশু পার্ক, সাফারী পার্ক, ক্যাবল কার, পেডেল বোট, ঝুলন্ত ব্রিজ ও চিড়িয়াখানা। এখানে জেলা প্রশাসনের একটি সুন্দর রেস্ট হাউজ রয়েছে।
ক্যাবল কার এবং প্যাডেল বোটে চড়ে লেক ও পাহাড়ী দৃশ্য অবলোকন করা যায়।
|
পেডেল বোট |
শহর থেকে চান্দের গাড়ি, বেবি টেক্সি, জীপ, কার যোগে যাওয়া যায়। যাতায়াত ভাড়াঃ 200/- টেক্সিযোগে যাওয়া-আসা।
No comments:
Post a Comment