Saturday, 26 November 2011

বান্দরবান জেলার দর্শনীয় স্থান-নীলাচল পর্যটন কমপ্লেক্স

নীলাচল পর্যটন কমপ্লেক্স
নীলাচল
নীলাচল পর্যটন কেন্দ্রের বিভিন্ন মনোরম দৃশ্য

বান্দরবান শহরের সন্নিকটে সবচেয়ে উচু পাহাড়ের নাম নীলাচল । দূর হতে দেখতে পাহাড়টি  আকাশের নীলের সাথে মিশেছে মনে হওয়ায় এর নামকরন হয়েছে  নীলাচল । এটির উচ্চতা প্রায় ১ হাজার ফুট। শহর থেকে প্রায় ০৪(চার) কিঃমিঃ দুরে টাইগার পাড়া এলাকায় এ পাহাড়টির অবস্থান। এ স্থান  থেকে বান্দরবান শহর সহ পার্শ্ববতী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সহজেই অবলোকন করা যায়। এমনকি এ স্থান হতে সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের আলোকসজ্জাও দেখতে পারা যায়। আর বিশেষ করে জ্যোৎস্না রাতে পাহাড়ী সৌন্দর্যের ভাল উপভোগের বিকল্প আর কোন স্থান এর চেয়ে হতে পারেনা । এখানে রয়েছে একটি রেষ্ট হাউজ ও একটি রেস্তোরা। 

যাতায়তঃ চান্দের গাড়ি/প্রাইভেট কার/বেবি টেক্সি। ভাড়াঃ চান্দের গাড়ি যাওয়া-আসা-৫০০/- টাকা।

 বিশেষ আকর্ষণঃ বিকেলের সূর্যাস্থ।

 


No comments:

Post a Comment